কেমন করে দেখাবেন যদি দেখাতে হয় একটি রকেটের সাথে গাড়ির ধাক্কা ? সেই ধাক্কায় ঠুকরো টুকরো হয়ে গাড়ির অংশ খসে পড়বে একটি পালাতে থাকা ট্রাকের ওপর এবং তাকে ধাওয়া করা মটোটার্মিনেটর নামের যান্ত্রিক ভিলেনের পথে।
খুবই সহজ, থ্রিডি এনিমেশন সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারে তৈরী করে নেয়া। তবে কথা হচ্ছে অভিজ্ঞ চোখ দেখেই বোঝে কোনটা ক্যামেরায় উঠানো আর কোনটা কম্পিউটার এনিমেশন। টার্মিনেটর সালভেসনে একটি গাড়িকে সত্যিসত্যি শুন্যে উঠিয়ে রকেটের সাথে ধাক্কা লাগানো হচ্ছে।
বিষয়টা এত গুরুত্বপুর্ন কেন- ব্যাখ্যা করছেন কিং কং, আয়রন ম্যান ইত্যাদির ভিজ্যুয়াল ইফেক্ট করে খ্যাতি পাওয়া বেন স্নো, এধরনের দৃশ্য ক্যামেরায় ধারন করতে পারা অলৌকিক ব্যাপার। আমরা যা করছি তা হচ্ছে যতটা সম্ভব দৃশ্য ক্যামেরায় ধারন করা, অন্যদিকে পুরো দৃশ্যটি কম্পিউটারে তৈরী করা। তারপর দুটিকে এক করা।
আরেকটি দৃশ্যে গর্জ নদীর ওপর একটি ব্রিজের ওপর বড় ধরনের বিষ্ফোরন দেখানো হয়েছে। বাস্তবে এই বিখ্যাত ব্রিজের ওপর বিষ্ফোরন ঘটানো অসম্ভব। সেকারনে তিনটি ভিন্ন ভিন্ন স্থানে দৃশ্যটি ধারন করা হয়েছে। তারপর কম্পিউটারে সেগুলিকে একত্র করে ব্যবহার করা হয়েছে।
No comments:
Post a Comment