নিজের একটা যানে চড়ে মুহুর্তের মধ্যে শুণ্যে উঠে কোথাও যাওয়া এখনও বৈজ্ঞানিক শুধু কল্পকাহিনীতেই পাওয়া যায়। তবে ভবিষ্যতে হয়ত এমন সময় আসবে যখন আপনার নিজেরই এমন যান থাকবে। সেটা ভাজ করে অল্প যায়গায় রাখা যাবে। জার্মান ডিজাইনার ড্যানিয়েন কোচিবা এধরনের যান তৈরী করেছেন। তিনি নাম রেখেছেন হ্যামেল (মৌমাছি)। দুজন যাত্রী এতে উঠতে পারে। ভাজ করলে এটা একটা বাক্সে পরিনত হয়। রাখার জন্য একেবারেই অল্প যায়গা প্রয়োজন হয়। জরুরী প্রয়োজনে এক যায়গা থেকে আরেক যায়গায় যেতে, পুলিশ বা মিলিটারী এগুলি কাজে লাগাতে পারে।
এর পিছনের ডানার কাজ দুটি। থেকে থাকার সময় পা হিসেবে ব্যবহৃত হবে, চলার সময় ভারসাম্য রাখবে। ড্যানিয়েলের দাবী অনুযায়ী এটি বর্তমানে হেলিকপ্টারের চেয়ে অধিক কর্মক্ষম এবং জ্বালানীসাশ্রয়ী। এর নির্মাতার বক্তব্য, যে কোন গবেষনা বা অভিযানের জাহাজে ব্যবহারের জন্য এটি অত্যন্ত উপযোগি।
No comments:
Post a Comment