পড়াশোনা শেষ না করার দলে বিল গেটস শীর্ষস্থানিয় নাম তাতে সন্দেহ নেই। বিশ্বকেই পাল্টে দিয়েছেন তিনি। কাজেই আগামী দিনের পড়ালেখা নিয়ে যদি কোন মন্তব্য করেন তাতে অবহেলা করার উপায় নেই। তিনি বলছেন আগামী ৫ বছরের মধ্যে ইন্টারনেট যে কোন বিশ্ববিদ্যালয়কে ছাড়িয়ে যাবে। অর্থাত কোন একক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুযোগ ইন্টারনেটের থেকে বেশি এই দাবী করার সুযোগ থাকবে না। টেকোনোমি ২০১০ সন্মেলনে তিনি এইকথা বলেছেন।
বর্তমানে শিক্ষাব্যবস্থাকে তিনি বলেন স্থানভিত্তিক এবং অসম্পুর্ন। আগামী ৫ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে পড়ার গুরুত্ব এক পঞ্চমাংশে নেমে আসবে বলেও উল্লেখ করেন তিনি। একই সময়ে অনলাইনে পড়ালেখার ব্যাপক প্রসার ঘটবে।
তার কলমভিত্তিক ট্যাবলেট পিসির ধারনা প্রচারের জন্য এই বক্তব্য যথেষ্ঠ ভুমিকা রাখবে তাতে সন্দেহ নেই। একই কথা এপলের ষ্টিভ জবসও বলেছিলেন বছর কয়েক আগে। আর ইন্টারনেটের শুরুর সময়ে যদি দৃষ্টি দেয়া যায়, বিল গেটস একসময় বলেছিলেন ইন্টারনেট নিয়ে তাদের (মাইক্রোসফটের) আগ্রহ নেই (১৯৯৩)।
No comments:
Post a Comment