কম্পিউটার রাখার যায়গা নিয়ে যদি আপনাকে চিন্তা করতে হয় তাহলে আপনার জন্য ষ্টিল্থ এর তৈরী এলপিসি-১০০ আদর্শ হতে পারে। এরপরও পারফরমেন্স নিয়ে ভাবতে হবে না এতটুকুও। আকারে ছোট হলেও অনায়াসে অধিকাংশ ডিস্কটপ পিসিকে পেছনে ফেলতে পারে এটা। এতে রয়েছে ২.৫৩ গিগাহার্টজ প্রসেসর, ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক, ৪ গিগাবাইট মেমোরী এবং এসএসডি অপশন।
বিভিন্ন ধরনের ভার্শন রয়েছে এর। কমদামের ভার্শনে রয়েছে প্রসেসর ইন্টেলের ডুয়াল কোর সেলেরন টি৩১০০ আর দামী ভার্শনে রয়েছে ২.২ গিগাহার্টজ কোর টু ডুয়ো প্রসেসর। ৪ গিগাবাইট পর্যন্ত ডিডিআর৩ র্যাম ব্যবহার করা যাবে, হার্ডডিস্ক ১৬০ থেকে ৫০০ গিগাবাইট।
এর মাপ ৪-৬.১-১.৪৫ ইঞ্চি। ভেতরে থ্রিডি-রেডি গ্রাফিক্স কার্ড, ভিজিএ এবং ডিভিআই পোর্ট। ভিজিএর জন্য রেজ্যুলুশন ২০৪৮-১৫৩৬ এবং ডিভিআই এর জন্য ১৬৮০-১০৫০ পর্যন্ত। সাধারন কিবোর্ড এবং মাউস লাগানোর জন্য পিএস/২ পোর্ট রয়েছে। এছাড়া সাধারন সিরিয়াল পোর্টও রয়েছে দুটি। অপারেটিং সিষ্টেম হিসেবে এক্সপি/ভিসতা/উইন্ডোজ ৭ সবই ব্যবহার করা যাবে এতে।
ইউএসবি পোর্ট রয়েছে ৩টি। সাথে গিগাবিট ইথারনেট। তবে ওয়াইফাই নেই।
এর কমদামী ভার্শনের দাম ৯৯৫ ডলার।
No comments:
Post a Comment