সময়মত স্কুলে না পৌছানো নিশ্চয়ই বড়ধরনের সমস্যা। অন্তত পরিবহনের কারনে যদি হয় তাহলে তো সমাধান বের করতেই হয়। এরই সমাধান বের করেছেন পল ষ্টেন্ডার, ইন্ডিয়ানাপোলিশের এক ব্যক্তি তার কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে। ফ্যান্টম জেট ফাইটারের ইঞ্জিন লাগিয়েছেন স্কুলবাসে। ফলে ১ ঘন্টায় যাওয়া যাবে ৩০০ মাইলের বেশি।
এককথায়, আপনি বলতেই পারেন তিনি এমনকিছু করছেন যা কোন কাজে আসবে না। ৩০০ মাইলের বেশি গতিতে চলা বাসে নিশ্চয়ই স্কুলের ছেলেমেয়ে বসে থাকবে না, কোনধরনের নিরাপত্তার ব্যবস্থা ছাড়া। সাইকেলের গতিবেগ ২০ মাইলের বেশি হলে যেখানে মাথায় হেলমেট ব্যবহার বাধ্যতামুলক। কিন্তু তার বক্তব্য পরিস্কার। তিনি বাস চালিয়ে পেছনে ৮০ ফুট লম্বা ধোয়া তৈরী করেছেন সেখানে তার বক্তব্য লেখা, এটা তৈরী করা হয়েছে মানুষকে আনন্দ দেয়ার জন্য এবং শিশুদের ড্রাগ থেকে দুরে রাখার কথা বলার জন্য।
এরপর নিশ্চয়ই আরকিছু বলার থাকে না।
ষ্টেন্ডারের কথা অনুযায়ী দেখতে হলুদ স্কুলবাসের মত হলেও এর পুরোটাই বিশেষভাবে তৈরী। এতে ৭৪৭ এ ব্যবহৃত মেটাল ব্যবহার করা হয়েছে।
নিজের সম্পর্কে তিনি বলেছেন, তিনি বেড়ে উঠেছেন খামারে। ছোটবেলায় নিজে নিজে পড়তেই পছন্দ করতেন এবং স্কুলে যেতে চাইতেন না। এখন অন্যদের জন্য তার বক্তব্য, দ্রুত স্কুলে যাওয়া জরুরী।
No comments:
Post a Comment