August 8, 2010

এলজি উইংক এর নাম কুকি LG Wink series to be actually called Cookie

কদিন আগে এলজি উইংক সিরিজের ৩টি ফোনের ঘোষনা দিয়েছে। তখন জানানো হয়েছে ফোনগুলি বিক্রি হবে শুধুমাত্র দক্ষিন কোরিয়ায়। এখন বলা হচ্ছে এগুলি ইউরোপে বিক্রি হবে তাদের জনপ্রিয় ফোন কুকি নামে। অন্য যায়গায় এর নাম উইংক থাকবে। কাজেই ইউরোপের একে কুকি সিরিজের পরবর্তী ফোন হিসেবে বিবেচনা করতে পারেন।
মুল প্রেস রিলিজে ওয়াইফাই উল্লেখ করা হয়নি তবে বিস্তারিত স্পেসিফিকেশনে দেখা গেছে উইংক ষ্টাইল টি৩১০ এবং উইংক থ্রিজি টি৩২০ দুধরনের ভার্শনে বিক্রি করা হবে। একটি ওয়াইফাই সহ অপরটি ওয়াইফাই ছাড়া। আর তৃতীয় মডেল উইংক টি৩০০ এর সাথে ওয়াইফাই থাকবে না।
এর অর্থ সেট কেনা সময় ভালভাবে জেনে নিতে হবে তাতে ওয়াইফাই আছে কি-না। উল্লেখ করা যেতে পারে তাদের বর্তমান কুকি-তে ওয়াইফাই কানেকটিভিটি নেই।

No comments:

Post a Comment