August 9, 2010

এপল আইফোন ৪ এ এডবি ফ্লাশ Flash ported to iPhone 4

ফ্লাশ নিয়ে এডবির সাথে এপলের বিরোধ চলতে পারে তাইবলে থেমে নেই অন্যরা। খুব সহজে যেমন আইফোন জেলব্রেক করে ব্যবহার করতে পারেন যে কোন অপারেটরের লাইনে, ব্যবহার করতে পারেন যে কোন সফটঅয়্যার তেমনি ইচ্ছে করলেই ফ্লাশ প্লেয়ারও ব্যবহার করতে পারেন। ফ্লাশ ১০.১ আইফোনে ইনষ্টল করা হয়েছে। কিভাবে ইনষ্টল করতে হবে তার বর্ননা দেয়া হয়েছে ইন্টারনেটে।
একে বলা হচ্ছে আলফা বিল্ড, অর্থাত এতে কিছু সমস্যা থাকতে পারে। তারপরও, ইন্টারনেট থেকে ডাউনলোড করুন, আপলোড করুন এসএসএইচ ব্যবহার করে ফোনের Cydia\AutoInstall এ । রিষ্টার্ট করুন। ব্যস, ফ্লাশ এনিমেশণ এবং ভিডিও দেখা যাবে আইফোনেই।

No comments:

Post a Comment