May 1, 2009

প্রথম কোরিয়ান এন্ড্রয়েড ফোন Samsung I7500

এবারে স্যামসাং থেকে আসছে এন্ড্রয়েড অপারেটিং সিষ্টেমের মোবাইল ফোন আই-৭৫০০ নামের এই ফোনে ৩.২ ইঞ্চি AMOLED টাচস্ক্রিণ ব্যবহার করা হয়েছে অন্যান্য ফোনের তুলনায় এর পুরুত্ব কম (১১.৯ মিমি), সব ধরনের কানেকটিভিটি রয়েছে, রয়েছে ৫ মেগাপিক্সেল অটোফোকাস ক্যামেরা তবে সবচেয়ে বেশি যা আলোচনায় এসেছে তা হচ্ছে এতে ব্যবহৃত ১.৫ ভার্শনের এন্ড্রয়েড

এই ফোনের যা বর্ননা পাওয়া গেছে তাতে ২০০৯ সালের সেরা ফোনের একটি হতে পারবে অনায়াসে ওয়াই-ফাই, থ্রিজি, জিপিএস, ব্লু-টুথ সবকিছুই থাকবে এতে ৩.৫ মিমি ষ্টান্ডার্ড অডিও জ্যাক, ইউসবি থাকবে এর নিজস্ব মেমোরী ৮ গিগাবাইট, মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে তা আরো বাড়ানো যাবে এটা থেকে গুগল সার্চ, ম্যাপ, জিমেইল, ইউটিউব ইত্যাদি ব্যবহার করা যাবে

জানা গেছে স্যামস্যা আই-৭৫০০ জুন থেকেই ইউরোপের বিভিন্ন দেশে পাওয়া যাবে এর দাম নির্দিষ্ট করে না জানালেও অনুমান করা হচ্ছে ২৫০ থেকে ৩০০ ইউরোর মধ্যে

No comments:

Post a Comment