May 1, 2009

৫০০ গিগাবাইট ডিস্ক GE discovers 500 GB Disk

জেনারেল ইলেকট্রিক জানিয়েছে তারা এক ডিস্কে ৫০০ গিগাবাইট পরিমান তথ্য রাখতে সক্ষম হয়েছে এই তথ্য বর্তমানের ১০০ ডিভিডির সমান যদিও কাজটি করা হয়েছে ল্যাবরেটরী পরীক্ষায়, তাহলেও এই প্রযুক্তি বিপুল পরিমান তথ্য অল্প খরচে রাখার পথ খুলে দিয়েছে এমনটাই দাবী তাদের

জেনারেল ইলেকট্রিকের প্রকৌশলীরা কাজ করছেন হলোগ্রাফিক ষ্টোরেজ নিয়ে এটা হচ্ছে থ্রিডি ইমেজ এবং ডিজিটাল ডাটা রাখার বিশেষ পদ্ধতি হলোগ্রাফিক ডিস্কে ৫০০ গিগাবাইট তথ্য রাখা সম্ভব তুলনার প্রেক্ষিতে বলা যায় বর্তমানের ডিভিডির ধারনক্ষমতা ৪.৭ থেকে ৮.৫ গিগাবাইট এবং ব্লু-রে ডিস্কের ধারনক্ষমতা ২৫ গিগাবাইট থেকে ৫০ গিগাবাইট প্রশ্ন হচ্ছে অল্প দামের মাধ্যমে একাজ করা যাবে কি-না যদি সম্ভব হয় তাহলে গিগাবাইট প্রতি খরচ অবিশ্বাস্যরকম কমে যাবে

প্রশ্ন উঠছে ভবিষ্যত কোনদিকে যাচ্ছে একদিকে টিভি, ডিভিডি প্লেয়ার, ব্লু-রে প্লেয়ার হাত বাড়াচ্ছে ইন্টারনেটের দিকে তাদের কোনকিছু জমা করার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু দ্রুতগতির ইন্টারনেট, আরেকদিকে ফ্লাশ ডিস্কের ধারনক্ষমতা ক্রমেই বেড়ে চলেছে, তার ওপর ডিস্কের এই পরিবর্তনের ঘোষনা কেউ কেউ মন্তব্য করছেন, খুব দেরী হয়ে গেছে শেষ পর্যন্ত জয়ী হবে ইন্টারনেট কিছুই ধারন করে রাখার প্রয়োজন হবে না

No comments:

Post a Comment