জেনারেল ইলেকট্রিকের প্রকৌশলীরা কাজ করছেন হলোগ্রাফিক ষ্টোরেজ নিয়ে। এটা হচ্ছে থ্রিডি ইমেজ এবং ডিজিটাল ডাটা রাখার বিশেষ পদ্ধতি। হলোগ্রাফিক ডিস্কে ৫০০ গিগাবাইট তথ্য রাখা সম্ভব। তুলনার প্রেক্ষিতে বলা যায় বর্তমানের ডিভিডির ধারনক্ষমতা ৪.৭ থেকে ৮.৫ গিগাবাইট এবং ব্লু-রে ডিস্কের ধারনক্ষমতা ২৫ গিগাবাইট থেকে ৫০ গিগাবাইট। প্রশ্ন হচ্ছে অল্প দামের মাধ্যমে একাজ করা যাবে কি-না। যদি সম্ভব হয় তাহলে গিগাবাইট প্রতি খরচ অবিশ্বাস্যরকম কমে যাবে।
May 1, 2009
৫০০ গিগাবাইট ডিস্ক GE discovers 500 GB Disk
জেনারেল ইলেকট্রিক জানিয়েছে তারা এক ডিস্কে ৫০০ গিগাবাইট পরিমান তথ্য রাখতে সক্ষম হয়েছে। এই তথ্য বর্তমানের ১০০ ডিভিডির সমান। যদিও কাজটি করা হয়েছে ল্যাবরেটরী পরীক্ষায়, তাহলেও এই প্রযুক্তি বিপুল পরিমান তথ্য অল্প খরচে রাখার পথ খুলে দিয়েছে। এমনটাই দাবী তাদের।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment